চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের দক্ষিনাঞ্চলের আহম্মদাবাদ ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা আঃ সহিদ (৯০) আজ দুপুরে তার নিজ বাড়ী গেড়ারোক গ্রামে ইন্তেকাল করেন।ইন্নাইল্লাহি……. রাজিউন।
আগামীকাল সকাল ১০ টা ৩০ মিঃ আমুরোড কেন্দ্রীয় ঈদগাঁয়ে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।পরে তার নিজ বাড়ীর সামনে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুর সংবাদ শুনে রাতেই কাদামাখা রাস্তায় শোক ও সমবেদনা জানাতে ছুঠে যান উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান মো.আবু তাহের।সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুস সামাদ মাস্টার, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি প্রফেসর আবু নাসের, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,গাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নেহাদ আলী প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আবুু তাহের বলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আঃ সহিদ দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন।
তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন একনিষ্ঠ ব্যাক্তি কে হারালো।
সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।