রায়হান আহমেদ : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চুনারুঘাটে গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের জমাদার বাড়ীতে এবং শায়েস্তাগঞ্জ কদমতলীতে আলী আসকর-আয়মনা এডোকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজী’র পৃষ্টপোষকতায় মাহে রমজান উপলক্ষে ২৫০জন গরীব-অসহায়দের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর লিস্টে মাথাপিঁছু- ৩কেজি চাল, ২কেজি ছোলা, ২কেজি পেয়াজ, ১কেজি চিনি, ১কেজি লবণ, ২লিটার তেল, ২প্যাকেট সেমাই, ১কেজি মুড়ি ছিল। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, হাজী আজগর আলী মেম্বার, ব্যবসায়ী মালেক চৌধুরী, খালেদুর রহমান, পাবেল রহমানসহ আরো অনেকে।
গাজীউর রহমান গাজী জানান, পবিত্র রমজান মাসে গরীব-দুস্থরা যাতে সমাজের অন্যদের মতো খাবারের বেলায় ব্যালেন্স রেখে দিন-যাপন করতে পারে, এজন্য এটি আমার একটি ক্ষুদ্র চেষ্টা। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতেও অসহায়দের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে।