মোস্তাক তরফদার মাসুম:চুনারুঘাট সদর ইউনিয়নে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন অানসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। ট্রেনিং উপজেলা অানসার ভিডিপি অফিসার মোঃ অাব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রশিক্ষক মোঃ জায়েদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার সেফাজ চৌধুরী। প্রশিক্ষণে উপজেলার সদর ইউনিয়নের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।