খন্দকার আলাউদ্দিন : খাদ্য অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এবং স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
তিনজন অতিরিক্ত সচিবকে তিন দপ্তরের শীর্ষ পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খাদ্য অধিদপ্তরের মহাপারিচালকের দায়িত্ব পেয়েছেন এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু।
চাকরির মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান কিছু দিন পর অবসরে যাবেন।
বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা অপু ২০১৭ সালের ২১ অগাস্ট থেকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী অপু এর আগে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে পালন করেন।
অন্যদিকে বিসিএসআইআর এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করেছে সরকার।
আর যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোসেনকে অবসরে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে।
পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম জাহেদুল করিম পেয়েছন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।