রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার পীরের বাজারের সিরু মিয়ার ছেলে কিশোরি ধর্ষণ মামলার আসামী উজ্জল মিয়াকে (২৮) তার পরিবারের সহযোগিতায় অাজ শনিবার রাতে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
প্রসঙ্গত, চুনারুঘাট পৌর শহরে আশ্রয়ণ কেন্দ্রে দরিদ্র পরিবারের এক কিশোরীকে জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করেছে বিয়ে কামলা লম্পট ২ সন্তানের জনক। কিশোরী হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী। এঘটনায় ধর্ষক লম্পট ঘরে থালা লাগিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে একাধিকবার। কিশোরীর বাবা দিনমুজুর মোঃ মুছা মিয়া জানান বিগত ৩ মে স্ত্রী ও সন্তানদের নিয়ে বোরু ফসল ওঠানো শ্রমিক হিসেবে কিশোরগঞ্জ মিঠাবন যান। পড়া-লেখার দিক চিন্তা করে মেয়েটিকে পাশের ঘরের ধর্ষকের স্ত্রী মাফিয়া ও বোন অাফিয়ার কাছে রেখে যান। এ সুযোগে মৃত সিরু মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৫) ঘরের দরজা পাকা করে ঢুকে। কিশোরী (১২) কে একা পেয়ে জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ করে।