চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ২০১৭/১৮ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস। ২২ মে দুপুরে গোছাপাড়া গ্রামে মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোছাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার। উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সায়েদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হক,উপসহকারী কৃষি কর্মকর্তা রনি দেব রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীন তাপাদার, জেলা ছাত্র ইউনিয়ন নেতা খলিলুর রহমান প্রমূখ।
বক্তারা ভুট্টা চাষের সুবিধা, লাভ, ও এর পুষ্টি গুণাগুণ উল্লেখ কর বলেন কৃষি অফিস থেকে প্রযুক্তিগত কলাকৌশল ও পরামর্শ পেয়ে চাষাবাদ করতে পেরে অত্যান্ত খুশী বলে জানান ভুট্টা চাষিরা। সফল ভাবে ভুট্টা চাষ করায় সমিতির সভাপতি মানিক মিয়ার ব্যাপক প্রশংসা করেন। এবং সমিতির সদস্যদের উৎপাদিত ভুট্টার প্রদর্শনী হয়।
চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দীন সরকার বলেন, ভুট্টা স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল হিসেবে জনপ্রিয়। ভুট্টা আবাদে বীজ বপনের ২৫-৩০দিন পর ১ম বার সেচ প্রয়োগ ও আগাছা দমন, ৫০-৫৫দিন পর ২য় বার, ৭০-৭৫দিন পরে ৩য় বার হালকা সেচ প্রয়োগ করলে বাম্পার ফলণ পাওয়া যায়। রোগ বালাই, পোকা মাকড়ের আক্রমণ খুবই কম হওয়ায় উপজেলায় এবার ভুট্টার চাষ হয়েছে এবং দিন দিন ভুট্টার চাষ আরো বৃদ্ধি পাচ্ছে । এ ছাড়াও ভুট্টা ফসলের মোচা বা কব সংগ্রহের পরে গাছের অবশিষ্ট অংশ জ্বালানি হিসেবে ব্যবহার হয়, ভুট্টা হতে আটা, ময়দা, গো খাদ্য তৈরিতে দেশে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকরা আগামীতে এলাকায় ভুট্টা চাষ আরো বৃদ্ধি করবেন বলে সভায় মতামত ব্যক্ত করেন।