চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবাসহ কাওসার মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা-পুলিশ।
বুধবার (২৩ মে) রাত ১০টার কিছু আগে উপজেলার অনিক ইটভাটার সামন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পৌর এলাকার বড়াইল গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কাশী শমা নেতৃত্বে এএসআই জোসেফ, এএসআই কামাল, এএসআই আওলাদ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সে কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ি লাল মিয়ার সহযোগী।