চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নে মধ্য নরপতি গ্রামের মৃত আকবর আলী পুত্র মোঃ আমীর আলী (২৫) কে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মুড়ারবন্দ মাজারের গেইটে নামক স্থান থেকে আটক করে।
এ সময় আমীর আলী দেহ শরীরে তাল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট হাতে নাতে পুলিশ গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন।
চুনারুঘাট থানার এসআই উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আমীর আলীকে আটক করে।
এই ব্যাপারে মাদক দ্রব্য আইনে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন