এম এস জিলানী আখনজী : হবিগঞ্জের চুনারুঘাট-আসামপাড়া সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যায়ে (চেইনেজ ০০-৪৩৯ মিঃ) আরসিসি দ্বারা পূর্নবাসন কাজের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল (২৫ মে) শুক্রবার সকালে চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদারের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের পরিচালনায় মধ্য বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো: নাজিম উদ্দিন শামছু, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, হবিগঞ্জ জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন। উপস্থিত ছিলেন, কমিশনার আব্দুল হান্নান, কমিশনার মর্তুজ সরদার, কমিশনার কাজল মিয়া, যুবলীগ নেতা মো: লিজন মিয়া, চুনারুঘাট কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর মিয়া ও আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য এড. মাহবুব আলী বলেন, “যতদিন আপনাদের মাঝে আমি বেঁচে থাকব, ততোদিন চুনারুঘাটের উন্নয়নের কাজ করে যাব।”
পরে প্রধান অতিথি ভিত্তি প্রস্তর উন্মোচন করেন।
আলোচনা সভায় চুনারুঘাট পৌরসভার নব নির্মিত রাস্তাটি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার নামে নামকরণের জন্য বাল্লা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে দাবী জানানো হয়। পরে এ বিষয়ে উপস্থিত জনতা একমত পোষন করেন।