চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুস সোবহান আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
আজ শুক্রবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবু মিয়া উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সোবহান আবু মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই উপজেলার ইছাকোটা গ্রামের সিজু মিয়ার ছেলে সুমন মিয়ার। প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকেলে আব্দুস সোবহান আবু মিয়া সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইছাকোটা গ্রামের পাশে এলে আগে থেকে ওৎ পেতে থাকা সুমন ফিকল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আব্দুস সোবহান।
এ অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।