চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাব ভবনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম।
দৈনিক যায়যায়দিন চুনারুঘাট প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, চুনারুঘাট সিসিটিএন টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সফিকুল ইসলাম রুবেল, ব্যকস নেতা সাজিদুল ইসলাম, সাংবাদিক ওয়াহেদ আলী এস.আর রুবেল মিয়া, আব্দুল হাই প্রিন্স, ফারুক মিয়া, শংকর শীল, মোঃ মোজাম্মেল হক, রুবেল তালুকদার, এম ডি সাইফুর রাব্বি প্রমুখ।