ষ্টাফ রিপোর্টার :হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান
রমিজ উদ্দিন, জেলা পরিষদের মেম্বার ফরিদ আহমেদ তালুকদার, চুনারুঘাট থানার এসআই ফারুক আহমেদ, অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, অবসর প্রাপ্ত বিডিবি কর্মকর্তা আব্দুল মতিন চৌধুরী, সুপ্রীম কোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ বাহার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহের, এসএম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, ফখরুদ্দীন চৌধুরী আবদাল, এস আর রুবেল মিয়া, ব্যবসায়ী নাজমুল ইসলাম বকুল, চুনারুঘাট টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন, এমদাদুল হক চৌধুরী মাষ্টার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার উপজেলা সদস্য সচিব রুমন ফরায়েজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম আলীম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রুবেল, ব্যবসায়ী জালাল মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী, যুবলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, ব্যকস নেতা সাজিদুল ইসলাম সাজিদ, মোঃ শাহনেওয়াজ, সাংবাদিক ফারুক মিয়া, শংকর শীল, রুবেল তালুকদার, মোঃ মোজাম্মেল হক, মোঃ সাইফুর রাব্বি প্রমুখ। সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু ১ লাক্ষ টাকা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ১০ হাজার টাকা ও জেলা পরিষদ মেম্বার ফরিদ আহমেদ তালুকদার ১ লাক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন।