চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুন) বেলা ১১ টায় পৌরশহরের উত্তর বাজারে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত দিদার হোসেন বাগবাড়ী গ্রামের আব্দুল রউফের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, নাম্বার বিহিন একটি মটরসাইকেল আরোহী নিহত দিদার হোসেন ঈদ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পৌরশহরের উত্তর বাজারে (হবিগঞ্জ -মাধবপুর) রোডের ঘাতক বাস যার নং -(ঢাকা মেক্ট্রো জ – ১১- ২৩৩৭) মটরসাইকেল কে চাপা দেন।
মোটরসাইকেল আরোহী দিদার হোসেন কে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যবর্ত চিকিৎসক দিদার হোসেন কে মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা ঘাতক বাস কে আটক করে থানায় সোপর্দ করেছেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।