ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
তারা হলেন- সিলেটের জৈন্তা উপজেলার ছইয়া গ্রামের মৃত আহসান উল্লার ছেলে নুরুল ইসলাম (২৬) ও তার চাচাত ভাই একই এলাকার আব্দুর রহিমের ছেলে সোয়াবুল (২০)।
মঙ্গলবার (১৯ জুন) সকালে ঢাক-সিলেট মহাসড়কের রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও সোয়াবুল ঈদের পর দিন মোটরসাইকেলে বোনের বাড়ি ময়মনসিংয়ে যান। সোমবার (১৮ জুন) রাতে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু মঙ্গলবার সকালে প্রচন্ড বৃষ্টির সময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।