চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা রোডের একটি বাসা থেকে রেজাউল মোস্তফা তন্ময় নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তন্ময় চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও চুনারুঘাট হাজী আলিম উল্লাহ আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুস সালামের পুত্র।
স্কুল ছাত্র তন্ময়ের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়েও ধুম্রজাল দেখা দিয়েছে।