চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে অাটক করেছে চুনারুঘাট থানা-পুলিশ।
মঙ্গলবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অাসামপাড়া শায়েস্তাগঞ্জ সড়কের বাল্লা ক্রস থেকে তাদের অাটক করা হয়।
অাটককৃতরা হল চুনারুঘাট উপজেলার মানিকভান্ডার (লামাবাড়ী) গ্রামের বিল্লাল মিয়ার ছেলে পাভেল (২০) ও একই গ্রামের অাব্দুল করিমের ছেলে অালীম মিয়া (১৯)।
এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশী করে ১শ ৫০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসঅাই নাজমুল হক ও এএসঅাই অালমাছ সড়কে অভিযান চালিয়ে ইয়াবা গাঁজাসহ তাদের হাতে নাতে অাটক করে থানায় নিয়ে অাসেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম অাজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।