1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

আমুরোড হাই স্কুল এন্ড কলেজে অনুদান দিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী আমুরোড হাই স্কুল এন্ড কলেজে ৫০ হাজার টাকা অনুদান দিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী।

সোমবার দুপুরে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ও অধ্যক্ষ মো.আলাউদ্দিনের কাছে টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউপ,চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র সভাপতি আব্দুর রাজ্জাক (রাজু), ইউপি সদস্য ফরিদ মিয়া।

মোহাম্মদ আলী সৌদিআরবের জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির গোবরখলা গ্রামের সন্তান। তিনি একাধারে আমুরোড হাই স্কুল এন্ড কলেজ, গাজিপুর হাই স্কুল এন্ড কলেজ, হাজী রশীদ-হামিদ উচ্চ বিদ্যালয় ও নতুন কুড়িঁ বিদ্যালয়ের দাতা সদস্য।

তিনি বলেন, আমি কিছু পাওয়ার জন্য দান করি না,যা করি মন থেকে দেশ ও সমাজের জন্য করি।

     এই ক্যাটাগরীর আরো খবর