1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

শায়েস্তাগঞ্জে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : রোহিঙ্গা মুসলামদের উপর জুলুম নির্যাতন ও নির্মম গণহত্যার প্রতিবাদে আলেম-উলামারা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিলের আয়োজন মাদ্রাসায়ে নূরে মদীনা। মিছিলটি মাদরাসা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তব্য রাখেন-মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফয়জুল ইসলাম, মুফতি তাফাজ্জুল হক, মাওলানা জাকারিয়া, মাওলানা আল আমিন ও মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী প্রমুখ।

     এই ক্যাটাগরীর আরো খবর