হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ শহরতলীর বানিজ্য এলাকার করিম রেস্ট হাউজ থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৯। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২১ হাজার ১৭ টাকাও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা মাদক ব্যবসায়ী হচ্ছে: শুভন কুমার রায় (২৮), মোঃ কাসুম আলী (৩০), মোঃ সুমন মিয়া (২৮) ও বাবুল রায় বাবু (৩৮)।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-০৯ এর ঠিমের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৯), সিপিসি-২ এর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদক ইয়াবা এবং ইয়াবা বিক্রির টাকাসহ তাদেরকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।