অাবুল কালাম আজাদ : উপজেলা পর্যায়ে হবিগঞ্জের চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নাামেন্ট এর ফাইনাল খেলা শুক্রবার স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দেওরগাছ ইউনিয়ন একাদশ ১-০ গোলে গাজীপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে উপজেলা চ্যাম্প্য়িন হয়েছে।
খেলায় ম্যান অবদা টুর্নামেন্ট হয়েছেন দেওরগাছ একাদশের মধুসুধন বাকতী। সেরা খেলেয়ার নির্বাচিত হন গাজীপুরের ইমন এবং সেরা গোলাদাতা হয়েছেন দেওরগাছ একাদশের শাফী।
খেলা পরিচালনা করেন বাফুরের রেফারী ফেরদৌস আহমেদ, আব্দুর রহমান ও আনোয়ার আলী। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম করের পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, কাজী সাফিয়া আক্তার, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ, আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, হুমায়ূন কবির খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ্আকবর হোসেন জিতু, কৃষি অফিসার জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ক্র্রীড়া সংস্থার সেক্রেটারি আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, কৃষি সম্পাদক শফিউল আলম তালুকদার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আ সামাদ মাষ্টার, আব্দুল মালেক,, নুরুল ইসলাম মাষ্টার. মুক্তিযোদ্ধা আঃ সামাদ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম রুবেল, মোস্তাফিজুর রগমান রিপন, কাউন্সিলর আঃ হান্নান। পুরো খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শফিউল আলম শাফি ও আঃ মান্নান মহসিন।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও পৌরসভা অংশ নেয়। গত ৭ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সহকারি কমিশনার তাহমিনা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান. খেলোয়ারসহ নানা পেশার ও শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।