চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরোড বাজারে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার দিবাগত রাত দেরটায় আমরোড বাজার হতে এদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গাজিপুর সাদ্দাম বাজার নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকার দাওয়া খেয়ে ১২জনের একটি ডাকাত দল পালিয়ে যায়। পরে তাদের চক্রটি বিভিন্ন দিকে পালিয়ে রক্ষা পায়।
তখন আটককৃত চক্রটি সাদ্দাম বাজার হতে আমরোড বাজারের উদ্দেশ্যে একটি সিএনজি ছেড়ে যায় তখন বিষয়টি সাদ্দাম বাজারের লোকজন আমরোড বাজার পাহারাদারদের জানান।
সংবাদ পেয়ে পাহারাদার ও এলাকার লোকজন সিএনজি চালকসহ ৪জনকে দেশীয় রামদা, চুরা ও চাকুসহ আটক করে। তবে বাকীরা পালিয়ে যায়।
এর পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেয়া হয় । আটককৃতরা হলো কবিলাশপুর গ্রামের জমরুত মিয়ার ছেলে মোঃ আফজল মিয়া (২২), বাসুল্লা গ্রামের আঃ সহিদের ছেলে আঃ কাইয়ূম (৪০), আবুল মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৭)।
এদিকে আটক সিএনজি ড্রাইভার মহদিরকোনা গ্রামের হেলাল মিয়াকে আটক করলেও পরে তাকে অদৃশ্য কারণে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওসি কেএম আজমিরুজ্জামান জানান, তারা প্রকৃত ডাকাত। তাদের নামে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হবে।