নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে কুখ্যাত ডাকাত কাজল মিয়া (৩৫)কে পুলিশ গ্রেফতার করেছে। সে আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাজলের বিরোদ্ধে ডাকাতির মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে ডাকাতি করে আসছিল। গতকাল দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই মাঈন উদ্দিন, এএসআই আল আমিন, এএসআই রিয়াদ তার বাড়ী হতে তাকে আটক করেন।
চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, তার নামে একাধিক ডাকাতির মামলা আছে। সে একজন কুখ্যাত ডাকাত।