চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে কৃষকদের নিয়ে উপজেলা
প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল (২১ সেপ্টেম্বর) রোজ শুক্রবার বিকেলে সাদ্দাম বাজারের
হাপ্টার হাওর প্রাথমিক বিদ্যালয় মাঠে জনমত নিউজ এর বার্তা সম্পাদক মীর জুবায়ের আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা মৎস অফিসার মোঃ আব্দুল
মোছাব্বির, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সৌরভ কবির সহ আরো অনেকে।
এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক, স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা রফিক মিয়া। উক্ত অনুষ্ঠানে কৃষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।