চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে টহলরত পুলিশের পিকআপের ধাক্কায় স্কুলশিক্ষক ত্রিদিব জ্যোতি দেবের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করছেন পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম রাজু আহমেদ নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই ফারুক আহমেদ, ব্যকস সেক্রেটারি সিদ্দিকুর রহমান মাসুদ, সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, নাজির কৃষ্ণ কুমার সিংহ সহ আরো অনেকে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে স্থানীয় দক্ষিনা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ত্রিদিব জ্যোতি দেব অসুস্থ্যজনিত কারণে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তিনি মধ্যবাজারে পৌঁছলে শহরে টহলরত পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।