চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে এক মাদকাসক্ত যুবককে নিশ্চিত আলোর পথ দেখানোর জন্য দোকান করে দেয়া হয়েছে। চুনারুঘাট উপজেলার সদর ইউপির উত্তর নরপতি গ্রামের মৃত আহমদ উল্লাহর পুত্র কালাম মিয়া (৩৫) কে চা-পানের দোকান করে দেয়া হয়। গতকাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, বিশিষ্ট শিল্পপতি এমএ মালেক, সমাজসেবক কাউসার উল গণি, হাজী আজগর আলী মেম্বার, আব্দুল মালেক চৌধুরী, এড. মিজানুর রহমান এর সার্বিক সহযোগীতায় তাকে শ্রীকুটা বাজারে চা-পান দোকানের ব্যবস্থা করে দেন।
পরে কালাম মিয়াকে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের কাছে নিয়ে আসলে তিনি তাকে মাদকমুক্ত জীবন গড়ার জন্য স্বাগতম জানান।
প্রসঙ্গত, কিছুদিন আগে মাদকাসক্ত কালাম মিয়া সদর ইউপির নরপতি গ্রামে কুতুবুল আউলিয়া মাদ্রাসায় একটি মাদকবিরোধী সভায় এমন ঘৃণিত কাজকে ত্যাগ করতে সংকল্প করেন। পরে কালাম মিয়া আর্থিকভাবে সচ্ছল হন, এজন্য এলাকাবাসী এগিয়ে আসেন।