চুনারুঘাট প্রতিনিধি : সড়ক যেন শান্তির, মৃত্যুরর নয়” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশেন ন্যায় চুনারুঘাট উপজেলার দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় সকল শিক্ষার্থী ও শিক্ষক- শিক্ষিকা, পরিচালনা পরিষদ এ কর্মসুচিতে অংশ গ্রহন করে।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, বিদালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ ফজলুল হক তালুকদার কাজল, প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, পরিচালনা পরিষদের সদস্য, ইউ/পি সদস্য ও চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ- সভাপতি মোঃ আকবর আলী, ইউ/পি সদস্য ও উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হামিদ, মোঃ রাজা মিয়া, দুর্গাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামছুল হক নিয়ামত, পরিচালনা পরিষদের সদস্য, দুর্গাপুর আলোর পথে ইসলামী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও নোয়াগাও সরকারি প্রাথমিক বিদালয়ের সভাপতি মোঃ কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মতিউর রহমান প্রমুখ।
র্য্যালি ও মানববন্ধনে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিবৃন্দ বলেন আমরা নিরাপদ সড়ক চাই। পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়।