এস এম আমীর হামজা, নবীগঞ্জ : নবীগঞ্জে ৫ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১শ টাকা করে জরিমানা প্রদান করেছেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান ।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার বরকত পুর গ্রামের কনর মিয়ার পুত্র জয়নাল মিয়া, তাছির মিয়ার পুত্র ওয়াসিদ মিয়া, আকলাম মিয়ার পুত্র সহিদ মিয়া, তোতা মিয়ার পুত্র ছালেক মিয়া, সিরাজ মিয়ার পুত্র কামরুল মিয়া,
পরে তাদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসানের কক্ষে হাজির করলে তাদের জুয়া আইনে জরিমানা প্রদান করা হয়।