স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে অাব্দুল জব্বার কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সেমিনার ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অাজ শনিবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের সিকান্দারপুর গ্রামে প্রতিষ্ঠিত এ.জেট কিন্ডার গার্টেনে চুনারুঘাট স্মাইল ডেন্টাল কেয়ারের উদ্যোগে এ সেমিনারের অায়োজন করা হয়।
এতে শিশু ও অভিভাবকদের দাঁতের সুস্থতার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ ও চেকঅাপ করা হয়। সেমিনার পরিচালনা করেন স্মাইল ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট মোশারফ হোসেন ও ডেন্টিস্ট এসএম অালমগীর। চেকঅাপ শেষে পুরস্কার বিতরনী ও অালোচনা সভায় বক্তব্য রাখেন, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ অাব্দুল জব্বার তরফদার, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সাবেক সভাপতি অাব্দুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, ব্যবসায়ী সাজিদুল ইসলাম, সাংবাদিক খন্দকার অালাউদ্দিন, জনমত নিউজ এর সম্পাদক রায়হান অাহমেদ, এ.জেড কিন্ডারগার্টেন প্রতিষ্টাতা পরিচালক স্বপন তরফদার সহ আরো অনেকে।