চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
আজ রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চাকলাপুঞ্জি চা বাগান এলাকা থেকে গাঁজার বস্তা উদ্ধার করা হয়।
এ সময় কাউকে অাটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান নেতৃত্বে সেকেন্ড অফিসার ওমর ফারুক,এসআই আনসুর, এএসআই শরীফ ও এএসআই কমল রায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের নিদির্ষ্ট অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানার ওসি।