চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে জামাল আহমেদ ওরফে পাসপোর্ট জামাল (৩৪) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে কাটাঁ তারের বেড়া কাটার সময় তাকে আটক করা হয়। সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের থৈ গাও গ্রামের আঃ নুর মিয়ার পুত্র।
জামাল এলাকায় পাসর্পোট জামাল নামে পরিচিত হলেও ইদানিং গরু ব্যবসা করছেন।
গুইবিল সীমান্তের নায়েক সুবেদার জামশেদ আলী জানান,গত রাতে সীমান্তের ৬৮ মেইন পিলারের ৫ এস পিলার সংলগ্ন স্থান দিয়ে পাসর্পোট ছাড়া অবৈধ ভাবে ভারত প্রবেশের চেষ্ঠানে করে।এ সময় তাকে আটক করে,অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে মামলা দেয়া হয়েছে।