চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের কৃষকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় দেওরগাছ ইউনিয়ন অফিসের হল রুমে এ সভার আয়োজন করা হয়। দেওরগাছ ইউনিয়ন কৃষলীগের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক আব্দুর রহমানের পরিচালানয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষলীগের সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সত্যেন্দ্র নাথ, উপজেলা কৃষলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ, জসিম উদ্দিন, জেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি রমজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সহ-প্রচার সম্পাদক আঃ হাই সুমন, চুনারুঘাট পৌরকৃষলীগের যুগ্ন-আহবায়ক রহমত আলী তালুকদার প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দেওরগাছ ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আজিজুল হক, আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আকুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।