রায়হান আহমেদ, চুনারুঘাট : আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী মনোনয়ন দাখিল করেছেন । গতকাল বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামীলীগ ও
অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এড. মাহবুব আলী মহোদয় মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, পৌর সভাপতি বেণু মাধব রায়, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, পৌর সভাপতি আবু তাহের মিয়া মহালদার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, মাধবপুরের ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান আরিফ, তৌফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোছাব্বির হোসেন বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন,
মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, রইছ উল্লাহ মেম্বার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান, চুনারুঘাট কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মনোনয়ন দাখিলের পরে এড. মাহবুব আলী নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।