চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরাকে সিলেট সদর উপজেলায় বদলী করা হয়েছে। একই সাথে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মদ নাজমানারা খানম তাদের এ বদলীর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা চলতি বছরে ফেব্রুয়ারী মাসে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।