চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা ছড়া থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় মিয়া (১৫) নামে এক কিশোর মাদক ব্যাসায়ীকে আটক করেছে বল্লা সীমান্তের বিজিবি-৫৫। রোববার দুপুরে উপজেলার রেমা ছড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃৃত হৃদয় মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির গোবরখলা গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক রেজাউল করীমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বিজিবি আসামীকে বিকেলে সাড়ে ৪টায় থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।