চুনারুঘাট প্রতিনিধি : ইউনিটি ফর ইউনিভার্স “হিউম্যান রাইটস্” অব বাংলাদেশ ফাউন্ডেশন চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ।
বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান হিরন মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক ও হাসপাতাল জামে মসজিদ-এর ইমাম মাওলানা মহিব্বুল্লাহ, সিনিয়র যুগ্ম সচিব দিদার হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজমান, অর্থ সম্পাদক ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম সাজিদ, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন তানভীর, জালাল মিয়া, আল-আমিন জমাদার।
এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ সহ আরো অনেকেই।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ই ডিসেম্বর সারা বিশ্বের ন্যায় চুনারুঘাট উপজেলা হিউম্যান রাইটস্ ও যথাযথ মর্যাদায় দিনটি পালন করেছে।