চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ আওয়ামীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন আমেরিকা সফরে গিয়েছেন। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে আমেরিকা গমন করেন। ব্যারিস্টার সুমন রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক কমর্কান্ডে অংশ নিতে আমেরিকা গেছেন বলে জানা গেছে। সব কাজ শেষে সেখান থেকে আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার দেশে ফিরবেন কেন্দ্রীয় ছাত্রলীগের এই সাবেক সহ-সম্পাদক ।