চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের তৃতীয় বর্ষ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা তথ্য প্রযুক্তিলীগ শাখার উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সভায় চুনারুঘাট উপজেলা তথ্য প্রযুক্তিলীগ শাখার আহবায়ক মাহবুবুল আলম মিজানের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক নাজমুল আলম চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহেদ আলী, ঢাকা উত্তরা-পূর্ব থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোস্তাক বাহার, পাইকপাড়া ইউপি আওয়ামীলীগের সেক্রেটারি কদ্দুছ মিয়া, উপজেলা যুবলীগ নেতা সাইফুল আলম রুবেল, জেলা তথ্য প্রযুক্তিলীগের সাংগঠনিক সম্পাদক কাউছারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ন-আহবায়ক ইফতেখারুল আলম রিপন, সাইদুর আলমমীর, আহাম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের সিও ওয়াহিদুল ইসলাম সুমন, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের যুগ্ন-আহবায়ক মোঃ কামরান চৌধুরী, কাউছার চৌধুরী, সৈয়দ রিপন, কাউছার মিয়া, উজ্জল মিয়া, সদস্য চন্দ্রন পাল, রহমত আলী, আঃ ছালাম, আঃ রহিম ও শামীম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী সভায় নেতৃবৃন্দরা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার বিজয় চিনিয়ে অনার লক্ষে তথ্য পযুক্তিলীগের নেতারা নিরলসভাবে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে লালন করে তথ্য প্রযুক্তিলীগ কাজ করে যাচ্ছে।