রায়হান আহমেদ, চুনারুঘাট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দূর্গাপুর বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রফেসার আব্দুর রউফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ মাহবুব আলী।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, মাধবপুর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোছাব্বির হোসেন বেলাল, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কবির খন্দকার,
ইউপি সদস্য জামাল মিয়া, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক রাসেল আহমেদ, মোঃ হারুন মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনে অন্য দলের যে প্রার্থীই আসেন না কেন, ভোট যুদ্ধে বারবার আওয়ামীলীগ বিজয়ী হয়েছে, এবারও এর ব্যতিক্রম হবে না। এইবার নির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী হয়ে এক দৃষ্টান্ত স্থাপন হবে বলে নেতাকর্মীদের বিশ্বাস। তারা আরো বলেন, সাধারণ মানুষের আস্থাই আমাদের পুঁজি, আওয়ামীলীগের পুঁজি। এজন্য আওয়ামীলীগও সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবে। দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে।