রায়হান আহমেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের উদ্যোগে বিশেষ কর্মী সভায় হাজারো মানুুষের ঢল নামে।
শনিবার বিকাল ৪টায় উপজেলার দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকায় এ সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৪ অাসনের সাংসদ অ্যাডভোকেট মাহবুব অালী।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অাবু তাহের, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ন সম্পাদক অানোয়ার অালী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, ওয়াহেদ অালী মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অাঃ ছামাদ, উপজেলা মহিলা অাওয়ামীগের সভা নেত্রী অাবিদা খাতুন, অাওয়ামীলীগ নেতা সৈয়দ মনির, পৌর অাওয়ামীলীগ সেক্রেটারি অাবুল খায়ের, দেওরগাছ ইউনিয়ন অাওয়ামীলীগ সেক্রেটারি সত্যেন্দ্র দেব, পাইকপাড়া ইউনিয়ন অাওয়ামীলী সেক্রেটারি কদ্দুছ তালুকদার, উবাহাটা ইউপি অাওয়ামীলীগের সভাপতি প্রফেসার আব্দুর রউফ, মিরাশী ইউনিয়ন অাওয়ামীলীগের সেক্রেটারি অাঃ ছামাদ অাজাদ, ঢাকা উত্তর পূর্ব থানা অাওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য এডঃ মোস্তাক আহাম্মদ বাহার, জেলা তাঁতীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ অাহাম্মদ অালী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রুমন ফরাজী, উপজেলা কৃষকলীগের সভাপিত মোঃ শাহজাহান, সেক্রেটারি মুজিবুর রহমান, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সাই, উপজেলা সেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অাঃ হাই প্রিন্স, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-অাহবায়ক ইফতেখারুল অালম রিপন, ফুল মিয়া খন্দকার মায়া এবং আওয়ামীলীগ, তাঁতীলীগ সহ অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকর্মী।
সভা শেষে তাঁতীলীগের আয়োজনে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।