আব্দুর রাজ্জাক রাজু : জমকালো অায়োজনের মধ্য দিয়ে ( ১৭ই ডিসেম্বর) সোমবার বিকেলে অাহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অাবেদ হাসনাত চৌধুরী এর উদ্যোগ এবং অার্থিক সহযোগীতায় চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান ফুটবল মাঠে “অান্তঃ চা বাগান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮-১৯ইং এর শুভ উদ্ধোধন করা হয়।
খেলার শুভ উদ্ধোধন অনুষ্টান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গেয়ে খেলার শুভ সূচনা করেন, নালুয়া চা-বাগানের ব্যাবস্থাপক মোঃ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মাহবুব অালী এমপি।
তিনি বলেন, “দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের খুব ভালবাসেন এবং সকল চা-শ্রমিকদের ৩০ তারিখে একযোগে নৌকা মার্কায় ভোট দিতে বলেছেন।”
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন, গাজীপুর ইউ/পি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, নালুয়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ইমতিয়াজ মান্নান, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অালাউদ্দিন,
ইউপি মেম্বার নটবর রুদ্র পাল, মাখন গোস্বামী, সাংবাদিক নুরুল আমিন, সাংবাদিক জিলানী আখনজি, চা-শ্রমিক নেতা যুবরাজ ঝরা, ভূমিজ, ভুপেন উরাং, প্রমূখ।
উদ্ধোধনী অনুষ্টানটি উপস্থাপনা করেন, রামেশ্বর ভুমিজ ও হরেন্দ্র উরাং। খেলা পরিচালনা করেন, স্বনামখ্যাত রেফারি দেবদাস উরাং।
উক্ত খেলায় অংশগ্রহণ করে নালুয়া চা-বাগান একাদশ বনাম রেমা চা বাগান।
টান টান উত্তোজনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে বিজয়ী হয় নালুয়া চা-বাগান।
প্রসঙ্গত, অান্তঃ চা-বাগান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮-১৯ইং এ সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করেছে।