মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি এমপি এডভোকেট মাহবুব আলীর বিজয় সুনিশ্চিত করতে বুধবার বিকালে চুনারুঘাট পৌর শহরে গণসংযোগ করেছে উপজেলা মহিলা আওয়ামীলীগ। পৌর শহরে গণসংযোগ শেষে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া মাস্টার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আয়েশা আক্তার বকুল, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর ফেরদৌস আক্তার বকুল, জেলা পরিষদের সদস্য সালেহা আক্তার চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রোশেদা আক্তার রুবি, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান মাসুম, লিজন মিয়া, সায়েম তালুকদার, জাহাঙ্গীর আলম তরফদারসহ ১০টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।