চুনারুঘাট প্রতিনিধি : ইউনিসেফের সহযোগিতায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উত্তর ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক সফিউল আলম।
গতকাল স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরীকে নিয়ে এ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন শুচিন্ত রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, ইউনিসেফের জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন, ইউনিসেফের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল আলম চৌধুরী, ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ । ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে ডিডিএলজি সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্য কেন্দ্রটির কয়েকটি সমস্যা তুলে ধরা হয় । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীমানা প্রাচীর নির্মাণ , পানির সমস্যা এবং রেম। ডিডিএলজি মহোদয় সমস্যা গুলোর খুব দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন । স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে উত্তর ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান । পরিদর্শনে স্কুলের ভৌত অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন । ডিডিএলজি স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে সকলকে সচেষ্ট থাকার জন্য বলেন ।
পরিদর্শনে স্কুলের কিছু সমস্যা তুলে ধরা হয় । এর মধ্যে হল স্কুলের সীমানা প্রাচীর ও মাটি ভরাট ।
ডিডিএলজি সমস্যা গুলো খুব দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন । এসময় স্থানীয় আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।