1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সিনিঃ এএসপি রাজু আহমেদ

রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার সিনিয়র এএসপি (মাধবপুর সার্কেলের) এসএম রাজু আহমেদ পদোন্নতি পেয়েছেন। তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ২০১৮) তারিখ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত একটি পদোন্নতি গেজেট প্রকাশিত হয়েছে। এতে ২৬৮ জন বিসিএস ক্যাডার কে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
এর মধ্যে রাজু আহমেদকেও পদোন্নতি দেয়া হয়।

এসএম রাজু আহমেদ ৩১তম বিসিএস এ উত্তীর্ণ বিসিএস ক্যাডার। তিনি হবিগঞ্জ যোগদান এর পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনেও চমৎকার মানুষ হিসেবে খ্যাত সকলের কাছে।

এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও বাবা-মাকে নিয়েই রাজু আহমেদের পরিবার। পেশাগত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন, এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

     এই ক্যাটাগরীর আরো খবর