1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

মাধবপুরে রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে সাইফুল ইসলাম (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ট্রেনে আসা যুবককে সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় পুলিশ।
সে মিয়ানমারের আরাকান রাজ্যের থিংগাও থানার হাটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ছেড়ে আসা আন্ত:নগর উদয়ন এক্সপ্রেসে করে মাধবপুরে আসেন। শনিবার সকালে ট্রেনটি উপজেলার শাহজিবাজার ষ্টেশনে দাড়ালে সেখানে তিনি নেমে পড়েন।
এদিকে তার চলাফেরা সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে সে রোহিঙ্গা পরিচয় দেয়।পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর