নুর উদ্দিন সুমন হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান জাকির হোসাইন সিনিয়র সহকারি পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হয়েছেন।
বিগত ২০ ডিসেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি প্রদান করা হয়। জাকির হোসেন ৩১তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়ে দেশের বিভিন্ন জেলায় এএসপি পদে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টি লাভ করেন।
বর্তমানে সিলেট রেঞ্জের রিজার্ভ ফোর্সের সিনিয়র এএসপি হিসেবে দায়িত্বপালন করছেন।
তিনি শিক্ষা জীবনে চুনারুঘাট প্রাচীনতম বিদ্যাপীঠ গাজিপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, বৃন্দাবন সরকারী কলেজ থেকে এইচএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘পুলিশ সাইন্স’ বিষয়ে মাস্টার্স ও বঙ্গবন্ধু কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন।
জাকির হোসাইন চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের কাটানিপাড় গ্রামের মরহুম আজগর আলী মাষ্টারের পুত্র।