চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ দারুসসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার জেডিসি ও ই.বি টি পরীক্ষায় অংশ গ্রহণকারী শতভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে।
২০১৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে এ খবর নিশ্চিত হয়।
উক্ত মাদ্রাসাটির জন্য সকলের দোয়া ও সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমুরোডী পীর খ্যাত মাওলানা আব্দুল কুদ্দুস ইকবাল মিয়া। তিনি কৃতিত্ব অর্জনকারী সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীকে অভিনন্দন জানান।
মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও প্রতিষ্ঠাতা মাওলানা আলহাজ্ব আব্দুল কুদ্দুস ইকবাল মিয়া সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ জন শিক্ষার্থী ও ই বি টি পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ শিক্ষার্থী এবং সকলেই পাশের কৃতিত্ব অর্জন করে।