মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার জালুয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শেখ আ. শহীদ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।