আজিজুল হক নাসির: সারাদেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ও প্রশংসনীয় উদ্যোগ ইংরেজি বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া।
এরই বাস্তবায়নে পহেলা জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয় আহম্মদাবাদ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা আব্দুল কুদ্দুস ইকবাল মিয়া।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার কিছু সমস্যার কথা তুলে ধরেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু তার বক্তব্যকালে মাওলানা ইকবাল মিয়া সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন।
অন্য কোথাও কোন সুযোগ থাকলে সেখান থেকেও তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করবেন বলেও জানান।
এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি বর্ষীয়ান সাংবাদিক নুরুল আমিন ,সাংবাদিক সাংবাদিক জিলানী আখঞ্জি , ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের উক্ত মাদ্রাসার জেডিসি ও ই বি টি পরীক্ষার পাশের হার ছিল শতভা।