এম এস জিলানী আখনজী, চুনারুঘাট : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন আজ (১ জানুয়ারি)
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়েছে। এদিকে নতুন বই হাতে
পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই
দৌড়ে আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র এখন আহম্মদাবাদ
ইউনিয়ন সহ সারা উপজেলা জুড়ে। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল বিভিন্ন স্কুল-মাদ্রাসা মাঠ প্রাঙ্গন।
এ উপলক্ষে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ইমাম আহমদ রেযা শাহ্ শামছুদ্দীন আখঞ্জী (রহঃ)
সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আহম্মদাবাদ দারুচ্ছুন্না ইসলামিয়া মাাদ্রাসা, বগাডুবী আব্দুল মন্নান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজার বাজার
সরকারী প্রাথমিক বিদ্যালয়, শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাদিশাল
সরকারী প্রাথমিক বিদ্যালয়, উওর ঘনশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,
কালিশিরি সরকারী জুনিয়র বিদ্যালয় ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজ সহ সবকটি
বিদ্যালয়ে এ বই বিতরণ করা হয়।
বই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন, আহম্মদাবাদ
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
অপরদিকে ইমাম আহমদ রেযা- শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণী
উৎসবের উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওঃ শাহ্ জালাল
আহমেদ আখঞ্জী, উক্ত বই বিতরণী উৎসবের সময় বিভিন্ন প্রাথমিক, জুনিয়র
স্কুল, এবতেদায়ী ও দাখিল মাদ্রাসা থেকে পৃথক-পৃথক ভাবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ অলাউদ্দিন, মুফতি মিজানুর রহমান, সাংবাদিক নুরুল আমিন, এস এম সির
সভাপতি মোঃ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান ও মাওঃ তানভির
আহমেদ প্রমূখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা ও কঁচি
কাঁচা শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।