রায়হান আহমেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মাহবুব আলী বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি গণভবনে চুনারুঘাট-মাধবপুর বাসীর পক্ষে দেশরত্ন শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাহবুব আলীকে অভিনন্দন জানিয়েছেন ঐতিহাসিক বিজয়ের জন্য।
মাহবুব আলী আগামী দিনে দেশ ও দশের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
পরে এড. মাহবুব আলী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলীকে মন্ত্রী সভায় দেখতে চান চুনারুঘাট-মাধবপুরবাসী তথা হবিগঞ্জ জেলাবাসী। তাকে নিয়ে এখন নতুন স্বপ্ন দেখছে স্থানীয় জনগণ। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে মন্ত্রিসভায় স্থান দিবেন।